Home Blog Shopalian Tutorial কীভাবে Shopalian Map-এ একদম free-তে নিজের Restaurant Post করব ?
কীভাবে Shopalian Map-এ একদম free-তে নিজের Restaurant Post করব ?

কীভাবে Shopalian Map-এ একদম free-তে নিজের Restaurant Post করব ?

আপনার যদি কোন Restaurant থাকে সেটি আপনি একদম free-তে Shopalian Map-এ post করতে পারবেন । Post-এর দায়িত্ব আপনার আর Marketing-এর দায়িত্ব আমাদের । এই Blog-এ আমরা step by step process আপনাকে জানাব যাতে আপনি কোন problem ছাড়াই নিজের restaurant আমাদের website-এ post করতে পারবেন ।

How to Post Restaurant on Shopalian Map for Free

এই Article বা Blog-এর মাধ্যমে আপনি খুব সহজে নিজের Restaurant Post করতে পারবেন, এমনকি বিভিন্ন Product food, Shop, Hotel, Resort কিভাবে Shopalian-এ post করবেন সেটির ধারনাও এই Blog-এর মাধ্যমে পেয়ে যাবেন ।নিম্নে ধাপগুলো আলোচনা করা হল:

Step 1: Register Your Account:

আপনি প্রথমে আমাদের Website-এ account register করুন । কিভাবে Shopalian.com-এ Free Account খুলব -এই Article বা Blog পড়লে আপনি সফলভাবে নিজের account registration করতে পারবেন । username-এর জায়গায় অবশ্যই নিজের restaurant-এর নাম লিখুন ( কোন space ছাড়া ) । কারণ আপনি পরবর্তী সবকিছু change করতে পারলে username change করতে পারবেন না ।

Step 2: Make Attractive Profile:

Registration হয়ে গেলে নিজের Branding & profile কে আকর্ষনীয় করে তুলতে হবে, অন্যথায় আপনার brand low quality দেখতে মনে হবে । কিভাবে আমার profile সুন্দর এবং আকর্ষনীয় বানাবো ? -এই Article বা Blog পড়লে আপনি সফলভাবে নিজের profile বা brand shopalian.com-এ আকর্ষনীয় করে তুলতে পারবেন ।

Step 3: Post Your Restaurant:

এখন আপনি আপনার restaurant আমাদের Map-এ post করার জন্য প্রস্তুত । নিম্নের ধাপসমূহ অনুসরণ করে খুব সহজে নিজের Restaurant আমাদের Shopalian Map-এ Post করতে পারবেন ।

Account login:

  • সবার প্রথমে Shopalian.com website-এ গিয়ে নিজের account login করুন 

Post Free Ads:

  • Post free ads-এ click করুন

Ad Name or Title Setup:

  • Ad Name-এর জায়গায় নিজের Restaurant-এর নাম লিখুন, Restaurant টি কোন এলাকায় আছে সেটির সাথে মিলিয়ে লেখুন যাতে Local SEO-এর মাধ্যমে আপনার Restaurant Google-এ কেউ search দিলে Rank করে । মনে করেন আপনার Restaurant-এর নাম “Delicious” যেটি Gulshan-এ অবস্থিত, তাহলে Ad Name-এর জায়গায় “Delicious Restaurant in Gulshan” এভাবে লিখুন ।

Select Business on Map:

  • Business or Products-এ Business on Map select করুন (সাধারণত যেকোন Restaurant, Shop, Hotel, Resort ইত্যাদি যার একটি নির্দিষ্ট Location আছে তারা যদি নিজের business Shopalian Map-এ দেখাতে চাই তারা Business on Map Select করুন)

Select Category:

  • Category-তে Restaurant Select করুন 

Select Sub-Category:

  • Sub-Category তে আপনার যদি Restaurant থাকে তাহলে Restaurant select করুন, আর আপনার Restaurant যদি কোন Food Court-এর ভিতরে থাকে তাহলে Food Court select করুন (ভবিষ্যতে আরও Sub- Category add করা হবে)।

Select Your Country:

  • Country-তে Bangladesh select করুন

Select Your Division:

  • Division-এ আপনার Restaurant কোন Division-এ আছে সেটি select করুন । যেমন: Dhaka, Chittagong ইত্যাদি ।

Select Your Major City/District:

  • Major City হল Division-এর মধ্যে বড় একটি city, যেমন: উপরের Dhaka Division select করলে Dhaka Division-এর মধ্যে Major City হল Dhaka, Narayanganj, Gajipur ইত্যাদি যেগুলো Dhaka-র মধ্যেই রয়েছে । তাহলে আপনার Restaurant-এর জন্য Major City select করুন ।

Select Your Region/Area:

  • Region হল একটি এলাকা । Division এবং Major City select করার পর সে Major City তে নিজের এলাকা Select করুন । যেমন: Gulshan, Banani, Mirpur, Uttara, Dhanmondi ইত্যাদি ।

Select Shopping Mall or Tower (Optional):

  • Mall or Tower হল আপনার Restaurant যদি কোন Shopping Mall-এর ভিতরে থাকে তাহলে Mall or tower select করুন, অন্যথায় বাদ দিন অথবা Skip করুন ।

Paste Your website product link (If Available):

  • Buy From website-এ আপনি যে Restaurant post দিচ্ছেন সেটির নিজস্ব কোন Website থাকলে তাহলে সেটার Link এখানে Paste করুন যাতে আমাদের Website Visitor আপনার সম্বন্ধে আরো জানতে চাইলে আপনার website visit করে আর এটা আপনি নিজের website প্রচারের মাধ্যম হিসেবে ধরতে পারেন । ( আপনি যদি আপনার Restaurant-এর জন্য নিজস্ব Website বানাতে চান তাহলে আমাকে mrakhil.com -এ contact করতে পারেন, আর free website-এর জন্য Shopalian is the best কারণ এখানে আপনার তেমন কোন খরচ নেই + প্রতি মাসে আপনার Website-এর কোন Marketing খরচও হচ্ছে না) 

Paste Your Shopalian Website or DP (Digital profile/page) Link:

  • Shopalian website link এখানে আপনি শুধু “shopalian.com/username” নিজের shopalian website link টি লিখুন (এতে আপনার Shopalian Website আপনার profile, restaurant এবং প্রতিটি Food বা product-এ show করবে যার মাধ্যমে আপনার customer রা আপনাকে কোন মতেই ভুলতে পারবে না এবং যেকোন সময় Google-এ chorme বা যেকোন browser-এ search দিলে ১ সেকেন্ডে আপনার website-এর সবকিছু পেয়ে যাবে । দরকার হলে নিজের visiting card-এ Facebook page-এর link-এর মত নিজের website link টি লিখুন এবং link টি online-এ নিজেও প্রচার করুন (হয়ত link প্রচারের মাধ্যমে সাথে সাথে আপনার restaurant-এর food order করল না বা restaurant-এ visit করল না কিন্তু পরে বা weekend-এ দরকার হলে তারা branding টি মনে রাখার কারণে আপনার sales বাড়বে ।

Write Your Floor or Level of Your Business:

  • Floor section-এ আপনার Restaurant যদি কোন building-এ থাকে সেটি লিখুন অথবা lift-এর 6,9,10 এভাবে লিখুন ।

Write Your Full Address:

  • Address section-এ নিজের full Address লিখুন যাতে মানুষ খুব সহজে আপনার restaurant খুজে পায়

Write Your Shop No. (If available)

  • Space Number অনেক ক্ষেত্রে দেখা যায় কোন বড় Shopping mall বা food court-এ shop বা Restaurant number দিয়ে থাকে যাতে সে specific building-এ খুব সহজে সে Restaurant আপনি পান । Space বা shop number না থাকলে এটি skip করুন ।

Write Full Description of Your Restaurant

  • Description-এ আপনার Restaurant-এর অতিরিক্ত তথ্য দিয়ে মানুষজনের সহায়তা করুন । যেমন: আপনার Restaurant- ambiance কেমন? Facilities কেমন? Food কেমম ইত্যাদি।

Embed Youtube Video Link:

  • Video-এর জায়গায় নিজের Restaurant-এর Ambiance- এর Video বা Restaurant review-এর Video Youtube-এ ছাড়ুন তারপর সেটির link এখানে paste করুন ।

Upload your Restaurant Picture:

  • Gallery-তে Free Account-এ আপনার Restaurant-এর পরিবেশ এর মোট ৫টি আকর্ষনীয় ছবি upload করুন

Upload Your Restaurant Menu:

  • Menu-তে আপনার Restaurant-এর Menu এখানে upload করুন (Online-এর জন্য Professional Menu design করতে আমাকে mrakhil.com -এ contact করতে পারেন, সাধারনত offline এবং online -এর জন্য Menu এক হয় না, Professional Menu for online আপনার Brand-কে ভালোভাবে Represent করতে সহায়তা করে)

Opening & Closing Hours:

  • Hours-এর জায়গায় আপনার Restaurant কোনদিন খোলা বা কোনদিন বন্ধ সেটি লিখুন যাতে Customer আপনার Restaurant আসার পর ব্নধ না পায় ।

Point Exact Location of Your Restaurant on Map

  • Map-এ আপনার Location-এর Position লিখুন বা Exact যে Position-এ আপনার Restaurant আছে ঠিক সে Position-এ Click করুন । আপনার Restaurant এখন সবাই Shopalian Map-এ দেখতে পারবে ।

Post Ads:

  • Post You Ads-এ Click করুন ।

Select Your Package:

  • তারপর আপনার free Package select করে Post করুন 

Note: আপনার post টি draft বা pending-এ থাকবে, আমরা সবকিছু ঠিক আছে কিনা সেটি দেখার পর Post Approve করে থাকি । সাধারনত আমরা এটি ২৪ ঘন্টার মধ্যে Approve করে থাকি, কিন্তু বিশেষ কোন কারণে এটি ৪৮-৭২ ঘন্টাও লাগতে পারে । আর আপনার Post-এ কোন ভুল থাকলে আমরা আপনার Shopalian-এর Chat box-এ সেটি Edit করার Instruction দিব । যে কোন প্রয়োজনে আমাদের Messenger-এ যোগাযোগ করুন ।

Final Touch:

অবশেষে আমরা আশা করি আপনি নিজের Restaurant Shopalian Map-এ খুব সহজে Free Post করতে পারবেন এই Article-এ কোন কিছু বুঝতে সমস্যা হলে নিচের Opinion Box-এ Comment করুন যাতে অন্যরাও একই সমস্যার সম্মূখীন না হয় । আর যে কোন Digital Marketing এবং SEO -এর ক্ষেত্রে Help দরকার হলে আমার Website mrakhil.com-এ Free consultaion-এর ব্যবস্থা রয়েছে আমাকে Contact page-এ knock করুন ।

FAQ:

Restaurant টি কত দিন Live থাকবে ?

সাধারনত আমাদের free package-এ ৫০ টি post free upload করতে পারবেন যেটি প্রত্যেকটি ৩০ দিন করে live থাকবে, এর মানে আপনার Restaurant মোট (৫০*৩০) ১৫০০ দিন Free-তে live থাকবে যেটি প্রায় ৪ বছরের উপরে । কিন্তু এখানে কথা আছে যে আপনি ভালো branding করতে চাইলে শুধু একটি Restaurant post দিলে হবে না নিজের Food গুলোও post দিবেন আর সেটি না চাইলেও এটি আপনার ইচ্ছার উপর নির্ভরশীল ।

৩০ দিন পর Restaurant কি Delete হয়ে যাবে ?

না, সেটি আপনার Draft-এ চলে যাবে, যেটি শুধুমাত্র আপনি দেখতে পারবেন । তারপর সেটিকে live করতে চাইলে just promote-এ click করতে হবে । মনে করেন আপনি একটি Restaurant January ০১ তারিখে post করলেন এখন আপনার free post ৫০ টি ছিল এবং ১টি আপনি ৩০ দিনের জন্য ব্যবহার করে ফেলছেন, তাই এখন আপনার কাছে ৪৯ টি post রয়েছে February ০১ তারিখে আপনার Restaurant expired হয়ে Draft-এ চলে গেল । এখন আপনি Promote-এ click করলেন সে Restaurant আবার ৩০ দিনের জন্য live হয়ে গেল কিন্তু আপনার কাছে যে ৪৯ টি post রয়েছিল ১টি promote-এ খরচ হওয়ার কারণে আপনার কাছে এখন ৪৮ টী free ads থাকবে ।

আমি কি নিজের Food Free Post করতে পারব?

জ্বী আপনি price সহ নিজের Food free post করতে পারবেন সেটি আমাদের Marketplace-এর Foodbank-এ Show করবে

Opinion box

All rights reserved by Shopalian © 2023