Home Blog Shopalian Tutorial কিভাবে Shopalian.com-এ Free Account খুলব ?
কিভাবে Shopalian.com-এ Free Account খুলব ?

কিভাবে Shopalian.com-এ Free Account খুলব ?

সাধারণত আপনি একজন ব্যবসায় হন বা ব্যাক্তি, এখনে sign up করার জন্য আপনকে আজীবন ১ টাকাও লাগবে না । আর এই Blog-এর মাধ্যমে আপনি কারও সাহায্য ছাড়াই একটি Personal অথবা Business free account নিজেই তৈরি করতে পারবেন

Shopalian.com কী?

Shopalian.com হল এমন একটি location based online marketplace যেখানে আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে Free তে আপনার restaurant এবং shop map-এ upload করতে পারবেন । Hotel এবং Resortও upload করতে পারবেন । আপনি যদি একজন ব্যাক্তি হন তাহলে ঘরে বসেই কোন Restaurant-এ কি কি খাবার আছে, Price কত, Menu কি, Decoration কেমন, পরিবেশ কেমন তাদের deatils কি সব কিছু ঘরে বসেই জানতে পারবেন ।

How to create a free account on Shopalian.com

আশা করি উপরের ভিডিও দেখে আপনার ধারনা হয়ে গেছে যে কিভাবে Shopalian.com -এ একটি free account তৈরি করতে হবে (How to create a free account on shopalian.com) । কিন্তু যে কোন জিনিসে সম্পূর্ণ ধারনা হওয়া ভালো তাই নিচের কথাগুলোও একবর পড়া উচিত যাতে আপনি স্বয়ংসম্পূর্ণ ভাবে একটি account ৫ মিনিটে তৈরি করতে পারবেন ।

Step-by-step guide on how to create a free account

Step 1: সর্বপ্রথম Shopalian.com website-এ যান ।

Step 2: Register button-এ click করুন (আপনি যদি mobile-এ থাকেন, তাহলে উপরের ডানপাশে যে মানুষের icon আছে সেটাতে click করুন) ।

Step 3: Form টি fill up করুন, Username, Email, Mobile, Password, Personal account বা Business Account এবং “I accept all terms & Condition”–এ click করে registration complete করুন ।

Step 4: আপনার Email-এ একটি Confirmation message যাবে সেটিতে click করে verify করুন ।

Step 6: যে Email এবং Password Registration-এর সময় দিয়েছিলেন সেটি দিয়ে login করুন । আপনার Account খোলা সম্পূর্ণ হয়েছে । Username, Email, Password এইগুলো কনো জায়গায় লিখে রাখুন যাতে ৪/৫ মাস পর আপনি ভুলে গেলেও খাতা বা note দেখে আবার login করতে পারেন । Trusted মানুষ ছাড়া login details কারও সাথে share করবেন না ।

Step 7: login করার পর আপনাকে জানতে হবে, কিভাবে আমার profile সুন্দর এবং আকর্ষনীয় বানাবো ? সেটি আমি পরবর্তী ব্লগে আলোচনা করব।

আপনি Seller বা Customer যেটায় হননা কেন আপনাকে একটি একাউন্ট খুলা উচিত । আমরা যদি নতুন জিনিসকে যাচাই বাছাই করে গ্রহণ না করি তাহলে যুগ এগিয়ে যাবে শুধু পিছিয়ে থাকব আমরা ।

FAQ:

Username কি?

সাধারণত মনে করেন আপনার restaurant বা দোকানের নাম “Metro Cuisine” এখন আপনি যদি username-এ “metro cuisine” দিলে facebook page-এ যেমন আপনার custom Url “Facebook.com/metrocuisine” হয়ে যায় ঠিক তেমনি এই website-এও আপনার free website ” shopalian.com/metrocuisine ” হয়ে যাবে যাতে যে কেউ খুবই সহজে আপনার website পেয়ে যায় । হে! ঠিকই শুনেছেন এই shop page-ই আপনার website ।

Username লেখার সময় space দিলে shop link কেমন হবে ?

মনে করেন আপনি username “metrocuisine” একসাথে না লিখে “metro cuisine” এভাবে লিখেছেন তাহলে আপনার website link “shopalian.com/metro-cuisine” মাঝখানে “hyphen” “-“ এসে পড়বে যেটা আপনার visiting card-এ দেখতে খারাপ লাগবে তাই একসাথে small letter লেখার try করুন ।

Comment Box:

আপনার এই Blog-এর সম্পর্কে কোন মন্তব্য থাকলে অবশ্যই Comment Box-এ লেখুন

Opinion box

All rights reserved by Shopalian © 2023